অনুপ্রাস জাতীয় কবি সংগঠনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) নগরীর মাধবী প্লাজায় মানবকল্যাণ পরিষদের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুপ্রাসের সভাপতি কবি মিজান মিল্কির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি মু. জালালউদ্দিন নলুয়া। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও সাংবাদিক রণজিৎ মোদক।
এ সময় প্রধান অতিথি বলেন, বাংলাদেশে বর্তমানে অনেক কবি সাহিত্যিক রয়েছেন যারা নিয়মিতভাবে দেশ ও সমাজ গঠনে তাদের লিখনীর মাধ্যমে দ্বায়িত্ব পালন করে আসছেন। আমরা আগামীতেও এর ধারা অব্যাহত রাখতে চাই।
এরশাদুল কবির সোহেলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, এম এ মান্নান ভুইয়া, তানিয়া রহমান রুমি, ডা. বশির আহমেদ তুষার, হাফিজা আক্তার সাথী ও নাজমুল হোসেন খান প্রমুখ।
আপনার মন্তব্য প্রদান করুন...