গোগনগর ইউনিয়ন পরিষদের মেম্বার রুবেল বাহিনী আবারো আব্দুল জলিলের নির্মাণাধীন মার্কেট হাতুড়ি ও শাবল দিয়ে ভেংঙ্গে ফেলেছে। বুধবার (২২ জুন) ভোরে রুবেলের নেতৃত্বে মার্কেটের দোকান ও মেইনগেইট গুড়িয়ে দেয় সন্ত্রাসীরা। রুবেল মেম্বার বাহিনীর আতংকে আতংকিত হয়ে পড়েছে এলাকার মানুষ।
মার্কেটের মালিক আব্দুল জলিল জানান, রুবেল মেম্বার বাহিনীর দফায় দফায় হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগে পরিবার-পরিজন নিয়ে আতংকের মাঝে বসবাস করছি। রুবেল মেম্বার বাহিনীর হামলার ভয়ে আমার দুই পুত্র রানা ও সোহেল এলাকা ছাড়া রয়েছে। রুবেল মেম্বার বাহিনীর সদস্যরা দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে এলাকায় ঘনঘন মহড়া দিচ্ছে। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফজর আলীকে জানানো হলেও তিনি কোন পদক্ষেপ নিচ্ছেন না।
সরেজমিন এলাকা ঘুরে জানা যায়, রুবেল মেম্বার বাহিনী, কাশেম সম্রাট ও রানা চেয়ারম্যানের কাছের লোক। ব্যবসা ও এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এদের মধ্যে বিরোধ দেখা দেয়।
এলাকাবাসী জানান, ফজর আলী চেয়ারম্যান দু’পক্ষকে নিয়ে বসলে সকল সমস্যার সমাধান হয়ে যায়। তিনি তা না করে রুবেল মেম্বার ও রবিন বাহিনীর পক্ষ হয়ে কাজ করছেন। এতে করে দু পক্ষের মধ্যে সংঘর্ষে প্রানহানির মতো ঘটনা ঘটে যেতে পারে।উভয় পক্ষ কে থামাতে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হস্তক্ষেপ কামনা করেন সচেতন এলাকাবাসী।
আপনার মন্তব্য প্রদান করুন...