নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাইজাদী ইউনিয়নের ইলুমদী এলাকায় পাবলিকের হাতে গণধোলাইয়ে মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার গবীর রাতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়।
পরে এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায়, ইলুমদী এলাকার আওয়ামী লীগ নেতার ছোট ভাইয়ের মোটরসাইকেল ঘরের বারান্দা থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে মোটরসাইকেল স্টার্ট হচ্ছিলনা বিধায় মোটরসাইকেল স্টার্ট দিতে ব্যার্থ চেষ্টার দরুন এলাকার লোকজনের আওয়াজ পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় এলাকাবাসীর ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে ডাকাত সন্দেহ পাবলিকের হাতে গণপিটুনিতে নিহত হয়। ইলুমদী এলাকার রহিম মিয়া ও অন্য ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। টের পেয়ে মৃত ব্যক্তির সাথে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালিয়ে যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, হাইজাদী ইউনিয়নের ইলুমদী এলাকায় গণপিটুনির ঘটনা শুনেছি এবং আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্হলে গিয়ে মৃত যুবকের লাশ উদ্ধার করে।
ওসি নজরুল ইসলাম আরো জানান, আসল রহস্য কি উদঘাটন করতে পুলিশ তৎপর রয়েছে এবং মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছি।
আপনার মন্তব্য প্রদান করুন...