মনকাড়ে নীল আকাশ মনকাড়ে রাত
মনকাড়ে শীতল ওই স্নিগ্ধ প্রভাত।
মনকাড়ে আকাশের মিটিমিটি তারা
মনকাড়ে নীলিমার নীলে ঢাকা পাড়া।
মনকাড়ে জোনাকি মনকাড়ে চাঁদ
মনকাড়ে আঁধারের ঝিঁঝিঁ ডাকা স্বাদ।
মনকাড়ে নদী, নালা, খাল, বিল আর
মনকাড়ে নদীর ওই কাশে ভরা পাড়।
মনকাড়ে দিগন্ত মনকাড়ে মাঠ
মনকাড়ে শিশিরের ঘাসে ঝরা পাঠ।
মনকাড়ে তরু-লতা, বৃক্ষের সারি
মনকাড়ে শতশত পুষ্প বাহারি।
মনকাড়ে আজানের সুমধুর গান
মনকাড়ে পাখিদের সুর কলতান।
মনকাড়ে মেঘ রাজি, ঝরে পড়া জল
মনকাড়ে প্রকৃতি, ধরা অবিচল।
আপনার মন্তব্য প্রদান করুন...