নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, তার বাবাকে নিয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করে বক্তব্য রাখা হয়েছে। নাম উল্লেখ না করে ওই বক্তাদের প্রতি ‘ভুল সংশোধন করে ক্ষমা চাওয়ার’ আহ্বান জানিয়েছেন এই সংসদ সদস্য। বুধবার (১৩ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত দুই সাংবাদিকের পরিবারকে অর্থ সহযোগিতা প্রদানের সময় তিনি এই কথা বলেন।
শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে রাজনৈতিক ও সামাজিকভাবে শান্তিপূর্ণ অবস্থা চলছে। কিছু ব্যক্তি আছে (তাদের) নাম বলবো না। একজন, যিনি ব্যাংক জালিয়াতি, চেক জালিয়াতির কারণে গ্রেপ্তার হয়েছিলেন। সেই ব্যক্তি এবং একজন রাজাকারপুত্র ধারাবাহিকভাবে দশ বছর ধরে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে খারাপ কথা বলছে। আমি প্রতিবাদ করিনি কারণ তাদের আমি তাদের গোনায় ধরি না।’
সংসদ সদস্য বলেন, ‘আমার বাবা স্বাধীনতা পদকপ্রাপ্ত ভাষাসৈনিক, যার কথা বঙ্গবন্ধু তার আত্মজীবনীতে বলে গেছেন। আমি বলেছিলাম, টাউন হল ময়দানে ৬ দফার যে সমাবেশ হয়েছিল সেটার সভাপতিত্ব করেছেন (আমার বাবা)। সাংবাদিকরাও প্রতিবেদন করেছিল। তার উপর ভিত্তি করেই আমি কথাটি বলেছিলাম।’
তিনি আরও বলেন, ‘গত ৭ মার্চ আমার মায়ের মৃত্যুবার্ষিকী ছিল। সেইদিন হঠাৎ করে আমরা বাবা ও দাদুর সম্পর্কে খুব আপত্তিকর কথা বলা হয়েছে। ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এ ঘটনার পর তথ্য সংগ্রহ করতে শুরু করেছি। আমি ১৯৬৬ সালের ইত্তেফাক, দৈনিক পাকিস্তান, আজাদ পত্রিকার পেপার কাটিং সংগ্রহ করেছি। বঙ্গবন্ধুর আত্মজীবনীসহ ইতিহাসবিদদের তিনটি বই সংগ্রহ করেছি। সবগুলোতে লেখা আছে, একেএম শামসুজ্জোহার (শামীম ওসমানের বাবা) সভপতিত্বে লাখ লোকের সমাবেশ, স্বাধীনতার সনদ সেখান থেকে তৈরি হয়। এই ডকুমেন্টগুলো আমি উত্থাপন করবো। যারা ইতিহাস বিকৃত করে কথা বলছে তারাই রাজাকারের সন্তান, মুখোশধারী শয়তান। ওনারা অন্যকিছু না নারায়ণগঞ্জকে অসম্মান করেছে। আমি এর নিন্দা জানাচ্ছি। একজন সন্তান তার পিতার ইতিহাস বিকৃত করার জন্য প্রতিবাদ জানালাম। আমি নারায়ণগঞ্জবাসীর কাছে বিচার চাইলাম।’
শামীম ওসমান বলেন, ‘আমি তাদের কাছে অনুরোধ করবো, যদি ভুল করে থাকেন তাহলে ক্ষমা চান। আর যদি চ্যালেঞ্জ করতে চান তাহলে আমি সব প্রমাণ নিয়ে পেশ করবো। কারণ আমি আজ আছি, কাল নাও থাকতে পারি। কিন্তু ইতিহাস সবার জানতে হবে। ভবিষ্যতে আমরা ৬ দফা মঞ্চ করবো। নারায়ণগঞ্জের শফি উদ্দিন খান সাহেব, আয়েশা জালালের স্মৃতিকথা তুলে ধরবো। সেখানে আমরা ছোট্ট জাদুঘর করবো। যাতে নারায়ণগঞ্জে আমাদের পূর্ব পুরুষরা যা করে গেছেন তার ঐতিহ্য থাকে।’
গত ১০ বছর ধরে নারায়ণগঞ্জকে অশান্ত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন শামীম ওসমান।
ইতিহাস বিকৃত না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘তাদের অনুরোধ করবো, আপনাদের বয়স হয়েছে, এবার বন্ধ করেন। আপনারা আমার থেকেও অনেক সিনিয়র। ভুল করলে ভুল স্বীকার করা লজ্জার কিছু না। কিন্তু ভুলকে প্রতিষ্ঠিত করলে সেটা লজ্জার বিষয়। তাই এটা অন্যায়। বিশেষ করে ইতিহাস বিকৃত করা চরম অন্যায়। আমি নিজে জানতাম না, ভারত থেকে যে এয়ার অ্যাটাক করেছে ওইটার নেতৃত্ব দিয়েছেন আমার বাবা। আমার বাবা প্রথম বাংলাদেশে এসে রেডিও বাংলাদেশে বলেন, দেশ স্বাধীন হয়েছে। হাইকোর্ট ও রেডিও বাংলাদেশে পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধুর পরিবারকে মুক্ত করতে গিয়ে বুকে গুলিবিদ্ধ হন। যেটা জাতির পিতার কন্যা শ্রদ্ধার সাথে বার বার স্মরণ করেছেন।’
এই সময় প্রয়াত সাংবাদিক আনিসুজ্জামান অনু ও তানভীর আহম্মেদ রনির পরিবারকে ৫ লাখ করে ১০ লাখ টাকা অর্থ সহযোগিতা প্রদান করেন শামীম ওসমান।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুক ইসলাম জীবন, সহ সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাবেক সভাপতি আবু সাউদ মাসুদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম খোকন, সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি,প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন ও কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল প্রমুখ।
আপনার মন্তব্য প্রদান করুন...