এড. এস এম মাহমুদুল হক আলমগীরকে আহবায়ক ও আলহাজ্ব মাহবুবুর রহমান সুমনকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট এনায়েতনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (০৩ মে) রাতে ফতুল্লা থানা বিএনপির আহবায়ক মোঃ শহীদুল ইসলাম টিটু ও এড. আবদুল বারী ভুঁইয়ার যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
এড. এস এম মাহমুদুল হক আলমগীরকে আহবায়ক ও আলহাজ্ব মাহবুবুর রহমান সুমনকে সদস্য সচিব ও ১৬ জনকে যুগ্ম আহবায়ক করে মোট ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
এনায়েতনগর ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন- শাহাদাৎ উল্লা (শাহাদাৎ), জহিরুল ইসলাম (জহির), শহিদুল হক (শহিদ), মােঃ আব্দুল কাইউম, মােঃ মামুনুর রশিদ (মামুন), মােঃ সিরাজুল ইসলাম (সিরাজ), মােঃ সাইফুর রহমান প্রধান (সাইফুল), মােঃ আসলাম হােসেন, মােঃ মিজানুর রহমান প্রধান, মােঃ আমিনুল ইসলাম (লিটন), মােঃ মনির হােসেন, মােঃ আসাদুজ্জামান (হিরাে), হাজী আব্দুর রাজ্জাক, মােঃ আরিফুর রহমান (মানিক), মােঃ দিদার হােসেন, মােঃ জামাল হােসেন খান (স্বাধীন)।
সদস্য হিসাবে রয়েছেন, আলহাজ্ব অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধ এস এম নুরুল ইসলাম, মােঃ জাহিদ হাসান (রাজেল), মােঃ নাজির আহমেদ (নাজির), মােঃ মশিউর রহমান (রণি), আলহাজ হেলাল উদ্দীন হেলাল, মােঃ মাহফুজুর রহমান, মােঃ শওকত আলী (জুম্মন), মােঃ মাসুদুর রহমান (মাসুদ), মােঃ আবু তাহের (আজাদ), মােঃ সিরাজ উদ্দিন (সিরাজ), মােঃ জসিম উদ্দীন প্রধান, মােঃ নাদিম হাসান (মিঠু), মােঃ রহিমা শরিফ (মায়া), মােঃ ইমাম উদ্দীন (ইমাম), মােঃ আবুল বাশার (বাদশা), মােঃ হযরত আলী, মােঃ হাসান সরদার, মােঃ আবু সুফিয়ান (মিলন), মােঃ আলম মিয়া, মােঃ খােকন সিকদার, মােঃ শেখ ফরিদ, মােঃ সিদ্দিকুর রহমান, মােঃ আনোয়ার হােসেন, মােঃ নাসির উদ্দিন (রিপন), মােঃ তারা মিয়া প্রধান, মােঃ গিয়াস উদ্দীন প্রধান, মােঃ আব্দল্লাহ, মােঃ আমিনুল ইসলাম (রাজু), মােঃ জহিরুল ইসলাম মােল্লা, মােঃ জাহাঙ্গীর হাওলাদার, এডভোকেট মোঃ আলী হোসাইন ও মােঃ জাকির হোসেন।
এদিকে এড. এস এম মাহমুদুল হক আলমগীরকে আহবায়ক ও আলহাজ্ব মাহবুবুর রহমান সুমনকে সদস্য সচিব করে এনায়েতনগর ইউনিয়ন নতুন আহবায়ক কমিটি ঘোষণা করায় ফতুল্লায় বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই কমিটি জোড়ালো পদক্ষেপ রাখবে বলেও আশা করছেন তারা।
আপনার মন্তব্য প্রদান করুন...