ফতুল্লায় কাদির স্পোর্টিং ক্লাবের ‘এ’ ও ‘বি’ দলের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) দক্ষিণ কেরাণীগঞ্জের বসুন্ধরা মাঠে কাদির স্পোর্টিং ক্লাব ‘এ’ দল ১১ রানে কাদির স্পোর্টিং ক্লাব ‘বি’ দলকে পরাজিত করে বিজয়ী হয়েছে।
কাদির স্পোর্টিং ক্লাব ‘এ’ দলের হয়ে ৪১ রান ও বলে ২ উইকেট নিয়ে মোঃ আশিক ম্যান অফ দ্য ম্যাচ হবার গৌরব অর্জন করেন। ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা বোলার হিসেবে নির্বাচিত হন সাংবাদিক রাকিব চৌধুরী শিশির। কাদির স্পোর্টিং ক্লাব ‘এ’ দলের হয়ে বোলিংয়ে হৃদয় ও রিয়াদ ১ উইকেট করে সংগ্রহ করেন। কাদির স্পোর্টিং ক্লাব ‘এ’ দলের হয়ে ব্যাটিংয়ে কাদির খান ২৮*, সবুজ হাওলাদার ৮* ও হাসান ৮* রান সংগ্রহ করেছেন।
খেলায় টসে জিতে কাদির স্পোর্টিং ক্লাব ‘এ’ দল প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে।
ব্যাটিংয়ে নেমে কাদির স্পোর্টিং ক্লাব ‘বি’ দল ১০৭ রানের সংগ্রহের পিছনে ছুটতে গিয়ে ৯৬ রানে অল আউট হয়। কাদির স্পোর্টিং ক্লাব ‘বি’ দলের হয়ে ব্যাটিংয়ে তানজিদ ৪৬*, রনি ৬*, রানা ৬*, সজিব ৫* ও সাগর ১* রান সংগ্রহ করেছেন। কাদির স্পোর্টিং ক্লাব ‘বি’ দলের হয়ে বোলিংয়ে রানা, সাগর, হাসান, ইউসুফ ও সুমন মিলে ৫ উইকেট সংগ্রহ করেন।
পরবর্তীতে চ্যাম্পিয়ন কাদির স্পোর্টিং ক্লাব ‘এ’ দল ও কাদির স্পোর্টিং ক্লাব ‘বি’ দলের মধ্যে অতিথিরা পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন।
আপনার মন্তব্য প্রদান করুন...