দোকানের মালামাল কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে বাড়ি ফিরে আসেনি ক্ষুদ্র ব্যবসায়ী ববিন হাসেন (৪০)। স্বামীর খোঁজ না পেয়ে নিখোঁজের স্ত্রী মিনারা বেগম গত মঙ্গলবার ২১ নভেম্বর বন্দর মডেল থানায় জিডি দায়ের করেছেন। জিডি নং- ৭৯৬।
জিডি সূত্রে জানা যায়, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের পুনাইনগর গ্রামের মোহাম্মদ শাহাবদ্দিন ও বেবী আক্তারের পুত্র ববিন হাসেন ৪০ গত ২০ নভেম্বর সকাল ১১ টায় বাসা থেকে বের হয় দোকানের মালামাল কিনতে যাওয়ার কথা বলে।
বাসা থেকে বের হয় আজও পর্যন্ত ববিন হোসেন বাড়ি ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজখবর নেওয়ার সত্ত্বেও ববিন হাসেনের কোন সন্ধান পাওয়া যায়নি।
ববিন হাসেনের গায়ের রং শ্যামলা, পরনে ছিল প্যান্ট ও শার্ট। যদি কোন হৃদয়বান ব্যক্তি ববিন হাসেনের সন্ধান পেয়ে থাকেন নিন্ম নাম্বারে- ০১৭৮৪০৩০৪৯৯ যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হলো।
আপনার মন্তব্য প্রদান করুন...