কোটা পদ্ধতি সংস্কারের দাবি ও সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা ও পুলিশের গুলিতে ৫ জন শিক্ষার্থী নিহতের প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়া গোল চত্বর অবরােধ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৭ জুলাই) সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়র প্রদক্ষিন শেষে বেলা সাড়ে ১২টার দিকে চাষাড়া গোলচত্তর অবরোধ করে তারা। এসময় শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে চাষাড়া এলাকা। বন্ধ হয়ে সকল প্রকার যানবাহন চলাচল। পরে দুপুর দেড়টার দিকে সড়কের উপর নিহত ছাত্রদের গায়েবী নামাজের জানাজা পড়ে শিক্ষার্থীরা। পরে নিহত ছাত্রদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এসময় পথচারী ও রিকসা চালকরাও মোনাজাতে অংশ নেয়।
আপনার মন্তব্য প্রদান করুন...