বন্দরে বাগবাড়িতে মোবাইল চুরির অপবাদ দিয়ে রায়হান নামের এক মানসিক প্রতিবন্ধীকে রাতভর গাছের সাথে বেঁধে এ নির্যাতন করে। বাগবাড়ি এলাকায় রায়হানকে গাছের সাথে বেঁধে বিদ্যুতের তার দিয়ে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতন চালায়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করে সত্যতা পেয়েছে বৃহস্পতিবার দুপুরে জানান। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনের যথাযোগ্য ব্যবস্থা নেয়া হবে বলেন তদন্তকারী কর্মকর্তা।
বাগবাড়ি এলাকার ভূইয়া বাড়ির জামাল মিয়ার মোবাইল ফোন চুরি হয়েছে আরো ৫ দিন পূর্বে। চুরির অপবাদ দিয়ে একই এলাকার মানসিক প্রতিবন্ধী নিরীহ রাহয়ানকে মঙ্গলবার রাতে একই এলাকার শ্যামল ও মিশু মিলে রায়হানকে ধরে নিয়ে জামাল মিয়ার বাড়িতে গাছের সাথে বেঁধে এমন নির্যাতন চালায়।
আপনার মন্তব্য প্রদান করুন...