হেফাজতে ইসলামীর সাবেক অর্থ সম্পাদক মুফতি মনির হোসেন কাসেমী জামিনে মুক্তি পেয়েছেন। একাদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচন করেছিলেন তিনি।
শুক্রবার (২৪ নভেম্বর) কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজত নেতা মাওলানা ফেরদাউসুর রহমান।
মুফতি মনির হোসাইন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব ও জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার সাবেক মুহতারিম। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোটের মনোনয়ন পেয়ে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী হয়েছিলেন তিনি।
২০২১ সালে ২১ মে রাজধানীর বারিধারা থেকে এই হেফাজত নেতাকে গ্রেফতার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা শাহীনুর পাশা। তিনি বৈঠকে সংগঠনের এই নেতার মুক্তির বিষয়েও কথা বলেন বলে জানা গেছে।
আপনার মন্তব্য প্রদান করুন...