নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক নির্বাচিত হওয়ায় আমির হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের নবগঠিত কমিটির ৬নং সদস্য মোঃ শাহীন মিয়া। মঙ্গলবার ২১ মার্চ সকালে এক শুভেচ্ছা বার্তায় এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের নবগঠিত কমিটির ৬নং সদস্য মোঃ শাহীন মিয়া বলেন, বক্তাবলী ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক ও ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আমির হোসেন শহীদ জিয়ার আদর্শের একজন সৈনিক। তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা উদীয়মান এই নেতা নারায়ণগঞ্জে জাতীয়তাবাদী আদর্শকে প্রতিষ্ঠা করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মোঃ আমির হোসেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের ১০নং যুগ্ম আহবায়ক নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ ও ফতুল্লার তৃণমূল নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে। আগামীতে সরকার বিরোধী আন্দোলনে খালেদা জিয়ার নির্দেশে তারেক রহমানের নেতৃত্বে মোঃ আমির হোসেনের দিক-নির্দেশনায় জেলা ও থানার কৃষক দলের নেতাকর্মীরা রাজপথে সরব থাকবে।
উল্লেখ্য, সোমবার (২০ মার্চ) নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের ৭৬ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কৃষকদল। কমিটিতে আহবায়ক পদে আছেন ডাঃ শাহীন মিয়া এবং সদস্য সচিব পদে আছেন মোঃ কায়সার রিফাত। এ কমিটির অনুমোদন দেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ ডঃ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।
আপনার মন্তব্য প্রদান করুন...