বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, নির্বাচন কমিশন বিশেষজ্ঞদের নিয়ে সভা করেছে। সেখানে সকলে বলেছে এই নির্বাচন কমিশনের কোন ক্ষমতা নেই। তারা নির্বাচন সুষ্ঠু করতে পারবে না। আর এ কমিশন বলে সরকার কথা দিয়েছে সুষ্ঠু নির্বাচন হবে। একটি দালাল নির্বাচন কমিশন সরকার বসিয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের হোসিয়ারি সমিতি মিলনায়তনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি। এসময় বৃষ্টি উপেক্ষা করে সেখানে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তাদের নিয়ে শহরের চাষাঢ়াসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, সরকার টিকে থাকার চিন্তা করছে। সরকার গভীর ষড়যন্ত্রে মত্ত। কীভাবে আরেকটি রাতের ভোট তারা করবে সে চিন্তা তাদের।
তিনি বলেন, আকাশে বাতাসে ভাসছে সরকার যে আমেরিকাকে গালাগাল করে অথচ আমরা দেখলাম জি-২০ সম্মেলনে আমেরিকার রাষ্ট্রপতি বাইডেনের সাথে সেলফি তুলতে বাচাল পররাষ্ট্র মন্ত্রী মোমেন ব্লিংকেনকে অনুরোধ করছে। সেলফি দিয়ে রাজনীতি করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূতের সাথে সরকারের অরেক মন্ত্রী গোপনে বৈঠক করছে। তারা বলছে কী চান, আমরা পায়ে ধরতে রাজি। আমাদের ক্ষমতায় রাখুন। সরকার এই ফ্যাসিবাদ টিকাতে ব্যার্থ হবে।
বিএনপির এ নেতা বলেন, গণতান্ত্রিক বিশ্ব একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। তারা কারও পক্ষে না। তারা গণতন্ত্রের পক্ষে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে। একারনে তারা সরকারের কাছে বিষ হয়ে গেছে। সবাই আজ একসুরে বলছে এ সরকার ফ্যাসিবাদ। এদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
ফ্রান্সের সংবাদ সংস্থা দেখিয়েছে সরকারের গুনগান গাওয়া সে সকল প্রতিবেদন ভুয়া। এতদিন ভেবেছিল জি-২০ সম্মেলনে বাইডেনের সাথে বৈঠক করতে পারবে। কিন্তু তা হয়নি। মোদিন সাথে সাইডলাইনে বৈঠক হয়েছে তবে সেখানে বাংলাদেশ সম্পর্কে কিছু বলেনি।
তারেক রহমান ঘোষণা করেছেন যে আমার বাবা স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হয়নি। তিনি বুক চিতিয়ে যুদ্ধ করেছেন। আমার মা নয় বছর লড়াই করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আমি তারেক রহমান জীবন দিয়ে হলেও মানুষের অধিকার ফিরিয়ে দেব। সেই তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করবে। এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই মাঠে আছে তাদের সকলকে নিয়ে আমরা সরকার গঠন করবো।
এসময় মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য প্রদান করুন...