বিনোদন ডেস্ক : ক্যানসারের মত ভয়াবহ রূপ ধারণ করছে ধর্ষণ। এটি এখন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, রেডিও, টিভি সবখানেই ঢালাও ভাবে প্রচার হচ্ছে এ সংক্রামক ব্যাধির খবর। এ মহামারির হাত থেকে পরিত্রাণের উপায় আমাদেরকেই বের করতে হবে।
কেননা প্রতিনিয়ত যে হারে এ ঘটনা বাড়ছে তাতে করে এটি একটি সামাজিক মহামারিতে পরিণত হয়েছে। কিশোরী, যুবতী, বৃদ্ধা কেউ বাদ যাচ্ছে না এই জঘন্যতম পাশবিক নির্যাতন থেকে। কিন্তু সবচাইতে নির্মম বিষয় হলো দুধের শিশু থেকে শুরু করে স্কুলগামী শিশুরাও এই নারকীয় পাশবিকতায় আক্রান্ত।
এমনকি ছোট ছোট শিশুদের ধর্ষণ করে হত্যার খবরও এখন প্রতিনিয়ত ঘটছে। চেতনাকে শানিত করে নৈতিক অবক্ষয়ের হাত থেকে সমাজকে রক্ষা করতে হবে। জীবন ঘনিষ্ঠ চলমান ঘটনাকে সামনে রেখে সামাজিক ব্যাধির বিরুদ্ধে আংগুল তুলে প্রতিবাদ জানাতে স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র অংকুর নির্মাণ করতে যাচ্ছেন তরুণ নির্মাতা সাগর চক্রবর্তী শুভ্র।
অংকুর চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জুই জান্নাত, সানজিদা সাঞ্জু, রাইয়ান, কাজী উজ্জ্বল, মোখলেসুর রহমান তোতা সহ অনেকেই।
আপনার মন্তব্য প্রদান করুন...