নম্বরবিহীন কাভার্ডভ্যান দিয়ে নারায়ণগঞ্জসহ আশেপাশে বিভিন্ন জেলায় মাদক পাচারকারী মো. রানা নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মহানগরের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকা থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় নম্বরবিহীন কাভার্ডভ্যান, ৫০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ রানা ওরফে মাইন উদ্দিন ওরফে হাসান কুমিল্লা জেলার কোতোয়ালি থানা এলাকার মঞ্জিল হোসেনের ছেলে। পলাতকরা হলেন- মোঃ শাহীন ওরফে স্টার শাহীন ও বিল্লাল হোসেন ওরফে রনি।
ডিবির ওসি আল মামুন জানান, ডিবির একটি টিম সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে নম্বরবিহীন একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ৫০ কেজিঁ গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত ও পলাতকরা পেশাধার মাদককারবারি। তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জসহ আশপাশ জেলায় মাদক পাচার করে আসছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার রাতে তাদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে নম্বরবিহীন কাভার্ডভ্যান, ৫০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল।
আপনার মন্তব্য প্রদান করুন...