এস এম ইকবাল রুমিকে সভাপতি ও মাসুমুল হক সোহেলকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ নাট্য শিল্পী কল্যাণ সমিতির ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীলকে প্রধান উপদেষ্টা ও মোঃ নাসির উদ্দিন, মোঃ শাহজাহান, মোঃ জাকির হোসেন ও রকিবুল আলম রকিবকে উপদেষ্টা করে ৫ সদস্যের উপদেষ্টা কমিটি করা হয়েছে। শনিবার ৬ এপ্রিল পূর্বের কমিটি মেয়াদ শেষ হওয়ায় নতুন করে দুই বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।
কার্যকরী কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সিনিয়র সহ সভাপতি মোঃ শরীফ উদ্দিন ভূইয়া, সহ-সভাপতি মিজানুর রহমান খোকন, সহ সাধারণ সম্পাদক শেখ এম এ মালেক, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম রেজা, কোষাধ্যক্ষ জুয়েল চৌধুরী, প্রচার ও দফতার সম্পাদক আঃ রহিম শেখ, কার্যকরী সদস্য ফজলুল হক পলাশ, মোসলেহ উদ্দিন জীবন, মামুনুর রশিদ সুমন, এম ডি আরমান, অ্যাডভোকেট মোখলেস, মোঃ সোহেল আক্তার, মোঃ রফিক ও আলী নুর।
কার্যকরী কমিটি কিছুদিনের মধ্যে সকল সদস্য ও নাট্য শিল্পীদের নিয়ে অভিষেক ও একটি নাটক করার সিদ্ধান্ত গ্রহন করে।
আপনার মন্তব্য প্রদান করুন...