জনপ্রিয় নাট্য নির্মাতা মঞ্জুরুল হক মঞ্জু ছোট পর্দার দর্শকদের জন্য নিয়ে আসছেন ‘দারুন অফার’। সময়ের জনপ্রিয় অভিনেতা সায়েদ জামান শাওন ও মানসী প্রকৃতিকে জুটি করে নির্মিত হয়েছে একক নাটক ‘দারুন অফার’। আশরাফুলজ্জামান বাবুর রচনায় ও মঞ্জুরুল হক মঞ্জুর পরিচালনায় নাটকটি নাগরিক টিভিতে খুব শীঘ্রই প্রচার হবে।
নাটকের গল্পে দেখা যাবে, জিশান-জিনিয়া জোড়া কবুতর। জিনিয়ার বাবা বিদেশে থাকে। দেশে এলেই তাদের বিয়েটা হবে। কিন্তু জিশানের ভেতরে সন্দেহের ভূত ঢুকিয়ে দেয় পাভেল। বলে-বিয়ে করার আগে মেয়েটাকে একটু বাজিয়ে দেখ, অন্য আর কারো সাথেও তার সম্পর্ক আছে কি না। বলা যায় না, অনেকেরই থাকে এ রকম। বিয়ের পর সেটা ধরা পড়ে। তখন আর কিছু করার থাকে না। জীবনটা একবারে নরক হয়ে ওঠে। জিশান ঝিম ধরে যায়। পাভেলের কথা উড়িয়ে দিতে পারে না। দুজনে মিলে ঠিক করে, জিশান নিজেই জিনিয়াকে একটু বাজিয়ে দেখবে। অন্যকে দিয়ে বাজাতে ভরসা পায় না। শেষে সর্বনাশ হয় যদি। জিশান অন্য নতুন একটা নম্বর থেকে আমেরিকা প্রবাসী শিপন চৌধুরী পরিচয়ে রাতে কথা বলা শুরু করে। এভাবেই গল্প এগিয়ে চলে সামনে। শাওন-মানসীর রসায়ন উপভোগ করতে হলে চোখ রাখুন নাগরিক টিভির পর্দায়।
আপনার মন্তব্য প্রদান করুন...