দেশ ও জাতির মঙ্গলকামনায় টাঙ্গাইল জেলার কালিহাতির নারান্দিয়া স্বর্গীয় মধুসূদন মোদকের বাড়িতে সনাতন ধর্মাবলম্বীদের দেবী শ্রী শ্রী মনসার পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে নারান্দিয়া মধুসূদন মোদকের বাড়িতে এ পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। মনসা পূজায় সামাজিক দূরত্ব নিশ্চিত করে আগমন করেন ভক্তরা।
প্রবীণ সাংবাদিক রণজিৎ মোদক জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এবারও মনসা দেবীর পূজা অনুষ্ঠিত হয়েছে। স্বর্গীয় মধুসূদন মোদকের বাড়ি ছাড়াও নারান্দিয়ার বিভিন্ন মন্দিরে এ পূজার আয়োজন করা হয়। পাশাপাশি অনেকের বাড়িতেও এ পূজা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৫০ বছর যাবত এ বাড়িতে পূজা অনুষ্ঠিত হয়ে আসছে।
এসময় পূজা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কালিহাতি থানা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার (ঠান্ডু), বিশিষ্ট ব্যবসায়ী প্রণয় সরকার, প্রবীণ শিক্ষক রনেন্দ্র মজুমদার, ক্ষিতিশ তালুকদার, দীপেশ চন্দ্র ভৌমিক, ডা. দিলীপ মোদক, বিমল কান্তি দাস ও চিত্তরঞ্জন দে প্রমুখ। দীর্ঘ ১ মাসব্যাপী মনসা পুরাণ পাঠ করা হয়। মনসা পুরাণ পাঠ করেন, রবীন্দ্রনাথ সেন, বিপ্র দাস তালুকদার, বিজয় ভৌমিক, দুলাল শীল, গোপাল মোদক ও মদনমোহন মোদক প্রমুখ।
আপনার মন্তব্য প্রদান করুন...