নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফর রহমান স্বপন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার রাত ১০টায় ফতুল্লা বাজার জামে মসজিদে লুৎফর রহমান স্বপনের জানাজা অনুষ্ঠিত হয়। পরে চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
লুৎফর রহমান স্বপন ১৯৯১ সালে প্রথম ফতুল্লা ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হন। এরপর দীর্ঘ ৩০ বছর এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ২০১১ সালে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ২০২১ সালের ২৬ ডিসেম্বর পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।
আপনার মন্তব্য প্রদান করুন...