নিজের ভুলের জন্য বন্দর আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির কাছে ক্ষমা চাইলেন মওদুদুর রহমান নামে এক বাড়িওয়ালা। শনিবার ১৯ মার্চ রাতে বন্দর আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির কার্যালয়ে গিয়ে লিখিত ভাবে ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
লিখিত বক্তব্যে আমিন আবাসিক এলাকার বাড়িওয়ালা মওদুদুর রহমান উল্লেখ করেন, গত ১১ মার্চ নারায়ণগঞ্জের স্থানীয় কয়েকটি পত্রিকায় ‘আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির মোজাম্মেল হক ও লুৎফর রহমানের বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ’ শিরোনাম প্রকাশিত হয় যা মিথ্যে ও বানোয়াট। আমার ব্যাক্তিগত আক্রোশ বসত আমি তাদের বিরুদ্ধে সংবাদটি প্রকাশ করিয়েছি। এতে বন্দর আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সভাপতি ও সেক্রেটারিসহ আমিন এলাকাবাসীর সম্মান ক্ষুন্ন হয়। তার জন্য আমি পঞ্চায়েত কমিটি ও এলাকাবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি ভবিষ্যতে আমার এই আমিন আবাসিক এলাকার স্বার্থে এই ধরনের কোন গৃণিত কাজ করবো না।
আপনার মন্তব্য প্রদান করুন...