নারায়ণগঞ্জের ফতুল্লা প্রেস ক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৫-২০২৭ মেয়াদের এ কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন দৈনিক অগ্রবাণী পত্রিকার স্টাফ রিপোর্টার ও অনলাইন নিউজপোর্টাল নারায়ণগঞ্জের আলো ২৪ ডট কম-এর নির্বাহী সম্পাদক আঃ আলিম লিটন।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে ফতুল্লা প্রেস ক্লাবের হলরুমে সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন আবদুর রহিম (দৈনিক শেয়ার বিজ ও দৈনিক সংবাদচর্চা) এবং সাধারণ সম্পাদক হয়েছেন নিয়াজ মোঃ মাসুম (দৈনিক সোজাসাপটা ও নারায়ণগঞ্জ টাইমস)।
সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সেলিম মুন্সি (দৈনিক ক্যাপিটাল ভিউজ) ও পিয়ার চাঁন (দৈনিক সচেতন)। যুগ্ম সম্পাদক আলামিন প্রধান (দৈনিক যুগান্তর), কোষাধ্যক্ষ শাকিল আহমেদ ডিয়েল (নারায়ণগঞ্জের খবর), দপ্তর সম্পাদক এম.এ. সুমন (দৈনিক ইয়াদ), প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন (নারায়ণগঞ্জের খবর) এবং সাংস্কৃতিক সম্পাদক মোঃ জসিমউদ্দিন (দৈনিক যায়যায়দিন)।
এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন রিয়াদ মোঃ চৌধুরী (আমাদের নারায়ণগঞ্জ), মোঃ রাশেদ (নারায়ণগঞ্জ মেইল) ও মোঃ আরিফ হোসেন (দৈনিক যুগের চিন্তা)।
পুনর্নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন বলেন, “সহকর্মীদের ভালোবাসা ও আস্থায় আবারও এই দায়িত্ব পেয়েছি। সাংবাদিক সমাজের ঐক্য, মর্যাদা ও ন্যায়ের পক্ষে কাজ করাই আমার অঙ্গীকার। প্রেস ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করতে আমি আন্তরিকভাবে কাজ করে যাব।”
নতুন কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, ফতুল্লা প্রেস ক্লাবের এই নবনির্বাচিত নেতৃত্ব সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার রক্ষা ও সামাজিক দায়বদ্ধতা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মন্তব্য প্রদান করুন...