নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন সহ সকল নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ মিছিল করেছে ফতুল্লা ইউনিয়ন বিএনপি। বুধবার ৩০ আগস্ট বিকালে শিবু মার্কেট এলাকা থেকে ওয়াপদারপুল কালভার্ট পর্যন্ত ফতুল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল প্রতিবাদ মিছিল করেন নেতাকর্মীরা।
প্রতিবাদ মিছিলে ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক ও ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভুইয়া। প্রতিবাদ মিছিলে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মোল্লা ও ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মনিরুল ইসলাম।
প্রতিবাদ মিছিল শেষে আলোচনা পর্বে বক্তারা বলেন, মামলা-হামলা করে বিএনপির নেতাকর্মীদের দমানো যাবে না। এ সরকার জনগণের গণতন্ত্র ছিনিয়ে নিয়েছে। তারা জনগণকে জিম্মি করে বারবার ক্ষমতায় আসতে চায়। ১৪ ও ১৮ এর নির্বাচন ভুলে যান। আপনাদেরকে বাংলাদেশের মানুষ চিনে গেছে। এ সরকারকে বিদায় না করা পর্যন্ত আমরা রাজপথে আছি, রাজপথেই থাকবো।
এসময় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি মাখলেকুল মান্নান পায়েল, যুগ্ম সম্পাদক এড. খন্দকার আক্তার হোসেন, সহ-সভাপতি গাজী নূরে আলম, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান আরিফ, ফতুল্লা ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ড সভাপতি রুহুল আমিন টিপু, ৭নং ওয়ার্ড সভাপতি শাহজাহান সাদেক, ৩নং ওয়ার্ড সভাপতি মুসলিম আহমেদ, ১নং ওয়ার্ড সভাপতি ফরিদ শিকদার, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মুন্সি, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ডালিম, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমির প্রধান, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হবুল, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান মঞ্জু, ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মিঠু, ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রওশন আলী, ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম প্রধান, ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব, ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাছেদ আলী, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত, জিয়াউল হাসান হায়দার, আহসান হাবিব, কামাল হোসেন, রনি, জুয়েল চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সদস্য সচিব এড. আশরাফুল বারী ভুইয়া রাকিব, ফতুল্লা থানা যুবদল নেতা দেলোয়ার হোসেন নয়ন, ইউনিয়ন যুবদল নেতা মোঃ পারভেজ মিয়া ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বাবু, রিফাত, লাল চাঁন, মিন্টু ও মাসুম প্রমুখ।
আপনার মন্তব্য প্রদান করুন...