নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মোঃ সেলিম হাওলাদার (৬৩) নামে এক ব্যবসায়ীর একটি পিকআপ গাড়ি চুরির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ফতুল্লা থানার রঘুনাথপুর এলাকার হাজী মহসিন মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ সেলিম হাওলাদার বাদী হয়ে গত শুক্রবার রাতে অজ্ঞাতনামা চোরচক্রের বিরুদ্ধে ফতুল্লা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, ‘উপজেলার কুতুবপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার আকাব্বার হাওলাদারের ছেলে মোঃ সেলিম হাওলাদার তার ব্যবসায়ীক কাজে ব্যবহৃত পিকআপ গাড়িটি (বরিশাল-ন-১১-০১৪৯) ফতুল্লা থানাধীন রঘুনাথপুর এলাকার হাজী মহসিন মসজিদের সামনে শুক্রবার ২২ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় পার্ক করে মসজিদের পাশে আমার অফিসে চলে যাই। আমি ১ ঘন্টা পর অফিস থেকে বের হলে আমার গাড়ীটি দেখতে পাই নাই। পরে অনেক খোঁজাখুঁজি করেও পিকআপটির সন্ধান না পেয়ে অজ্ঞাতনামা চোরচক্রের বিরুদ্ধে শুক্রবার রাতে থানায় অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে ভুক্তভোগী মোঃ সেলিম হাওলাদার বলেন, শুক্রবার ২২ সেপ্টেম্বর দুপুরে গাড়িটি চুরি হয়ে যায়। থানায় অভিযোগ দিয়েছি। গাড়ীটি উদ্ধারে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’
এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামাল হোসেন জানান, ‘ব্যবসায়ী কর্তৃক পিকআপ চুরির অভিযোগটির তদন্ত চলছে। গাড়িটি উদ্ধারে ভুক্তভোগী ব্যবসায়ীকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’
আপনার মন্তব্য প্রদান করুন...