নারায়ণগঞ্জের ফতুল্লায় নাহিদ নামে ৯ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্র তিনদিন যাবত নিখোঁজ রয়েছে। শুক্রবার দুপুরে ফতুল্লার রামারবাগ থেকে নিখোজ হয়। এ বিষয়ে রোববার বিকেলে ফতুল্লা মডেল থানায় নাহিদের বাবা মমিনুল ইসলাম একটি জিডি করেছেন।
মমিনুল ইসলাম জানান, তারা স্বপরিবারে রামারবাগ এলাকার আবু সালামের বাড়িতে ভাড়া থাকেন। তিন ছেলে তিন মেয়ের মধ্যে নাহিদ দ্বিতীয়। তিনি এবং তার স্ত্রী ও এক ছেলে গার্মেন্টসে কাজ করে সংসার চালিয়ে নাহিদকে স্থানীয় একটি মাদ্রাসায় লেখা পড়া করান। এরমধ্যে শুক্রবার দুপুরে বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নাহিদ নিখোঁজ হয়। আত্মীয় স্বজনসহ সবস্থানে খুজে না পেয়ে থানায় জিডি করেছেন।
আপনার মন্তব্য প্রদান করুন...