নিজস্ব সংবাদদাতা : ফতুল্লা পূর্ব লালপুরে ফয়জিয়া মুহাম্মদিয়া দারুস সালাম কওমী মাদ্রাসার ও এলাকাবাসীর উদ্যোগে ১১তম বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ফতুল্লা রেললাইন সংলগ্ন পূর্ব লালপুর বাংলাদেশ খাঁদ দারুস সালাম কওমী মাদ্রাসায় ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের আয়োজন করা হয়।
মাহফিলে আলহাজ্ব মোঃ রাশেদ নিজামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী। মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন, চরমোনাই মরহুম সাহেবজাদা আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ জিয়াউল করিম দাঃবাঃ বরিশাল। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন, হাফেজ মাওলানা মুফতি ইমরান হাসান মালিনী, মাওলানা মুফতি ইয়াসিন আকরাম নবীনগরী।
সার্বিক সহযোগিতা পরিচালনা করেন, অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন কন্ট্রাকটর, সাধারণ সম্পাদক আলহাজ নুরুদ্দিন ও অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি আলাউদ্দিন প্রমুখ। এছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক ছাত্রসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
আপনার মন্তব্য প্রদান করুন...