নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার ফতুল্লায় এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দূর্বৃত্তরা। রবিবার (১২ জুন) দিবাগত রাত দেড়টায় ফতুল্লার তক্কারমাঠ শেহাচর এলাকায় অবস্থিত ইস্ট কোস্ট নীট ওয়্যার গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, যুবকটির বয়স আনুমানিক ২৫ বছর। তাকে পেছন দিকে কোমরের উপরে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারনা করছে পুলিশ। তার পরিচয় জানা যায়নি। রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
ইস্ট কোস্ট গার্মেন্টসের সিকিউরিটি গার্ড ফয়জুল হক জানান, আমাদের গার্মেন্টস রাত ১১টায় ছুটি হয়েছে। এরপর থেকে কারখানার সামনের সড়ক একেবারেই নিরব হয়ে যায়। কারখানার সামনে দোকানপাটও বন্ধ হয়ে যায়। আমরা এসময় কেউ বাহিরে বের হই না। রাত দেড়টার সময় কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনে গেইটের ফুটো দিয়ে বাহিরে তাকিয়ে দেখি একটা ছেলে সড়কে লাফাচ্ছে। কিছুক্ষণ লাফিয়ে সড়কে লুটিয়ে পড়ে নিথর হয়ে যায়। তখন তার আশপাশে কাউকে দেখিনি। এরপর তাৎক্ষনিক মালিকপক্ষকে ফোন করে বিষয়টি জানিয়েছি।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা জানান, রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছি। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে। তবে নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে এবং হত্যার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
ফতুল্লা মডেল থানার ওসি শেখ রিজাউল হক দিপু বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম পরিচয় ও পেশা কিছুই জানা যায়নি। চেষ্টা চলছে রহস্য উদঘাটনের।
আপনার মন্তব্য প্রদান করুন...