জাতীয় শ্রমিকলীগ ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুন) বাদ এশা মুসলিমনগর এলাকার প্রেমরোডে অবস্থিত সজলের গ্যারেজে অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলা রিক্সাচালক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা শ্রমিকলীগের সভাপতি পিয়াস আহমেদ সোহেল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা শ্রমিক লীগের সহ-সভাপতি অহিদুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, দক্ষিণ বঙ্গের লাইন সম্পাদক হাজী আবুল হোসেন, ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাস্টার, ইউনাইটেড গার্মেন্টস ফেডারেশন ওয়াকার্সের সাধারণ সম্পাদক কবির হোসেন রাজু, শ্রমিকলীগ ফতুল্লা থানা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ লিটন শিকদার, সদর উপজেলা রিক্সাচালক ইউনিয়নের সহ-সভাপতি আনোয়ার হোসেন ও আনোয়ার হোসেনসহ শ্রমিকলীগের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, শ্রমিকলীগ ফতুল্লা থানা কমিটি সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল হক।
এ সময় প্রধান অতিথি বলেন, নারায়ণগঞ্জের রাজনীতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিতে রয়েছেন আমাদের শ্রমিকদের প্রানপুরুষ আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশ ভাইসহ কয়েকজন। তিনি ছাত্র রাজনীতি থেকেই মাঠে রয়েছেন। বর্তমানে খেটে খাওয়া শ্রমিকদের আস্থার প্রতিক হিসেবেই তিনি কাজ করছেন। আমরা আশাবাদী আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপামর শ্রমিকের নয়নের মনি কাউসার আহমেদ পলাশ ভাইকে মনোনয়নপত্র দিবেন।
অনুষ্ঠানে ফতুল্লা থানা শ্রমিকলীগের সভাপতি পিয়াস আহমেদ সোহেল বলেন, আমাদের প্রানপ্রিয় নেতা কাউসার আহমেদ পলাশ ভাই দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন তা সকলেই অবগত। তিনি চিকিৎসা শেষে দেশে এসেছেন। তাকে পুরোপুরি সুস্থ হতে একটু সময় লাগবে। আপনারা অপেক্ষা করুন।
তিনি আরও বলেন, যার নেতৃত্বে ফতুল্লাসহ পুরো নারায়ণগঞ্জের সর্ব শ্রেনীর শ্রমিক আজ ঐক্যবদ্ধ। তার বাবা প্রয়াত ইদ্রিস আলী ছিলেন তার রাজনীতির অনুপ্রেরনা। আর আমরা শ্রমিক নেতৃবৃন্দ ও শ্রমিকরা তার অনুপ্রেরনায় ঐক্যবদ্ধ। আসুন আমরা সবাই মিলে পলাশ ভাইয়ের হাতকে শক্তিশালী করতে কাজ করি।
আপনার মন্তব্য প্রদান করুন...