ফতুল্লার মাহমুদপুর এলাকায় চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে ফতুল্লার মাহমুদপুর সৌদি প্রবাসী বাহার উল্লাহ ভূইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাহার উল্লাহ ভূইয়ার ভাতিজা মাহমুদুল হাসান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সৌদি প্রবাসী বাহার উল্লাহ ভূইয়ার ভাতিজা মাহমুদুল হাসান অভিযোগের বরাত দিয়ে জানান, মাহমুদপুরের উক্ত বর্তমান ঠিকানার বাড়িতে আমার চাচী খুকি বেগম (৪০) তার ১ ছেলে আরাফাত (১২) ও এক মেয়ে বৃষ্টিকে নিয়ে বাড়ির নিচ তলা ভাড়া দিয়ে ২য় তলায় তারা বসবাস করছে এবং আমার চাচা বাহার উল্লাহ ভূইয়া (৪৫) বর্তমানে বিদেশে অবস্থান করছে। অতঃপর গত ২ মাস ২৬ দিন আগে আমার চাচী তার ফ্ল্যাটের দরজা তালা বন্ধ করে উমরা হজ্বে যায়। ১৬ ফেব্রুয়ারি সকাল অনুমান সাড়ে ৬টায় আমার চাচীর উক্ত ঠিকানার বাড়ির নিচতলার ভাড়াটিয়া মোবাইল ফোনের মাধ্যমে আমার চাচীর বাড়িতে চুরি হয়েছে বলে আমাকে অবহিত করে। আমি তাৎক্ষণিক বাড়িতে যাইয়া দেখি, অজ্ঞাতনামা চোর/চোরেরা দরজার তালা ভেঙ্গে আমার চাচা বাহার উল্লাহ ভূইয়া (৪৫) এর সৌদি হতে প্রেরিত ১৪ হাজার রিয়াল, বাংলাদেশী ২ লক্ষ ৯০ হাজার টাকা এবং ১২ ভরি ওজনের ৪টি স্বণের নেকলেস, ৫ ভরি ওজনের ৪টি স্বর্ণের চেইন, ২ ভরি ওজনের ৯টি স্বর্ণের কানের দুল, ৪ভরি ওজনের ১৫টি স্বর্ণের আংটি, ৩ ভরি ওজনের ৪টি চুরি, ২ ভরি ওজনের ২টি ব্রেসলাইট সহ মোট ২৮ ভরি ওজনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। উক্ত বাড়ির সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখতে পাই যে, অজ্ঞাতনামা চোর/চোরেরা বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারি রাত অনুমান সাড়ে ৩টায় এ চুরির কার্যকলাপ ঘটিয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...