ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আলহাজ্ব ফরিদ আহমেদ লিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফতুল্লা থানা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সহ-সম্পাদক প্রান্ত পাল। শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় তার ব্যাক্তিগত কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়।
এসময় ফতুল্লা থানা আওয়ামী লীগের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ আহমেদ লিটন বলেন, আমাকে ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করায় জাতির জনক বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও গণমানুষের নেতা নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, ফতুল্লা থানার সভাপতি এম সাইফউল্লাহ্ বাদল ও সাধারণ সম্পাদক এমএস শওকত আলীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি আরো বলেন, দল থেকে আমাকে যে মূল্যায়ন করা হয়েছে, তাতে আমি দলের প্রতি চিরকৃতজ্ঞ। দলের দুঃসময়ে দলের পাশে থাকার চেষ্টা করেছি, আগামীতেও থাকবো ইনশাল্লাহ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মোঃ শাওন, মোঃ আল-আমিন, রিয়াম, আসিফ, লিমন, শান্ত ও হিমু প্রমুখ।
আপনার মন্তব্য প্রদান করুন...