নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী মধ্যনগর বায়তুস সালাত জামে মসজিদ কমিটি ও মালবাড়ী ভাই ভাই সংগঠনের যৌথ উদ্যোগে ১০ম বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিল শুক্রবার ১ নভেম্বর রাত ১২টায় সমাপ্ত হয়েছে।
বক্তাবলী বায়তুস সালাত জামে মসজিদের সভাপতি ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিলন মেহেদীর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী এম শওকত আলী।
দাতা সদস্য ও শিক্ষানুরাগী মোঃ সিদ্দিক সরদার মালের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের ধারা ভাষ্যকার, বক্তাবলী ইসলামিয়া আলিম মডেল মাদ্রাসার আরবী প্রভাষক আলহাজ্ব মুহাম্মদ মোখতার হোসাইন, বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন মধ্যনগর জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল হাফিজ, মধ্যনগর বাইতুস সালাত জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম প্রমুখ।
আখেরী মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করে ওয়াজ ও দোয়া মাহফিল সমাপ্ত করা হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...