নারায়ণগঞ্জের বন্দরে নবনির্মিত বিল্ডিংয়ে ওয়ারিংয়ের কাজ করার সময় অসাবধানতাবসত বিদুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ টুটুল (১৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বন্দর থানার উত্তর লক্ষনখোলাস্থ রুবেল মিয়ার বিল্ডিংয়ে এ দূর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত টুটুল বন্দর থানার ২৫ নং ওয়ার্ডের উত্তর লক্ষনখোলা এলাকার রহমত উল্ল্যাহ মিয়ার ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে তার মামা জাকির মিয়ার বাড়িতে বসবাস করে আসছেন। পেশায় একজন ওয়ারিং মিস্ত্রী ছিলেন।
এ বিষয়ে বন্দর থানার উপ পরিদর্শত (এসআই) রোকনুজ্জামান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে মরদহের উদ্ধার করে মর্গে প্রেরণ করি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার মন্তব্য প্রদান করুন...