বন্দর আমিন আবাসিক জামে মসজিদে চুরি সংঘটিত হয়েছে। অজ্ঞাত চোরের দল মসজিদের মেইন গেইটের তালা ভেঙ্গে দানবাক্সের সিন্দুক ভেঙ্গে টাকা পয়সা চুরি করে পালিয়ে যায়। শুক্রবার (২ ফেব্রুয়ারি) গভীর রাতে আমিন আবাসিক জামে মসজিদে এ চুরির ঘটনাটি ঘটে।
এ ঘটনায় আমিন আবাসিক জামে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ আলমগীর হোসেন মোল্লা বাদী হয়ে শনিবার দুপুরে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে অভিযোগের বাদী মসজিদ কমিটির কোষাধ্যক্ষ আলমগীর হোসেন মোল্লা বলেন, গতকাল ২রা ফেব্রুয়ারী আমিন আবাসিক জামে মসজিদের মেইন গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দরজা ও স্টীলের আলমারিসহ আরো ৬টি তালা ভেঙ্গে দানবাক্সের সমস্ত টাকা অজ্ঞাত চোরেরা চুরি করে নিয়ে গেছে। ফজরের নামাজের মসজিদের ঈমাম মসজিদে আযান দিতে গেলে এ চুরির ঘটনাটি দেখতে পেয়ে মসজিদ কমিটিকে অবগত করে।
আপনার মন্তব্য প্রদান করুন...