মহান বিজয় দিবস উপলক্ষে ‘এ দেশ আমার মা’ শিরোনামের নতুন একটি দেশাত্মবোধক গান নিয়ে হাজির হলেন তরুণ কণ্ঠশিল্পী সবুজ হাওলাদার ও মোঃ সুমন। সবুজ হাওলাদারের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন তিনি নিজেই।
গানটি নিয়ে সবুজ হাওলাদার বলেন, ‘ভালোবাসা থেকেই দেশের গান লিখি। আমার বিশ্বাস, শ্রোতাদেরও গানটি ভালো লাগবে।’ ‘দেশের গানের জন্য এখন আর কেউ অর্থ লগ্নি করতে চান না। তাই আগের মতো এখন আর এতো দেশাত্মাবোধক গান প্রকাশ হয় না। তবে এখন যারা দেশের গান নিয়ে কাজ করে, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ দিতেই হয়। গানটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। ’
গানটির তরুণ আরেক কণ্ঠশিল্পী মোঃ সুমন বলেন, ‘তরুণদের কণ্ঠশিল্পীদের মধ্যে সবুজ ভাই একজন গুণীমানুষ। নানান গুণের অধিকারী এই মানুষটির সাথে কাজ করতে পেরে সত্যিই আমি গর্বিত। আমার বিশ্বাস, শ্রোতাদেরও গানটি ভালো লাগবে। ’
গানটির গল্পনির্ভর নান্দনিক ভিডিও নির্মাণ করেছেন সবুজ হাওলাদার। ক্যামেরায় ছিলেন আফরিন রূপা ও মোঃ শান্ত। গানটির উপর নির্মিত মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন সবুজ হাওলাদার ও মোঃ সুমন।
সবুজ হাওলাদার ও সুমন’র কণ্ঠে ‘এ দেশ আমার মা’ শিরোনামের গান-ভিডিওটি প্রকাশ পেয়েছে এসআর সং হাউজ’র ইউটিউব চ্যানেলে। ‘এ দেশ আমার মা’ গানটির মিডিয়া পার্টনার হিসেবে আছেন ‘নারায়ণগঞ্জের কাগজ’।
আপনার মন্তব্য প্রদান করুন...