সোনারগাঁয়ে মনমান্দী ইউনিয়নে জমি সংক্রান্ত বিষয়ে দুই ভাইয়ের মধ্যে বিদ্যমান ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার লোহার রডের আঘাতে চাচা নাসির উদ্দিনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯জুলাই) রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে দুই ভাইয়ের ঝগড়া মিমাংসা করার শালিসে ভাতিজার লোহার রডের আঘাতে আহত হয় নাসির উদ্দিন। একই ঘটনায় নাসিরউদ্দিনের স্ত্রী আবেদা বেগম ও তার ভাবি জায়েদা বেগম গুরুতর আহত হন।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে তার বাবা জয়নাল আবেদিন তাদের বাড়িতে একটি রান্নাঘর নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় তার বড় চাচা আব্দুর রব ঘর নির্মাণে বাধাঁ দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগবিতন্ডা শুরু হয়। বাগবিতন্ডার এক পর্যায়ে আব্দুর রবের ছেলে আবুল কাশেম ও হাছান তাদের ঘরে থাকা গ্যাসের পাইপ ও লোহার রড দিয়ে তার বাবা জয়নাল আবেদিনের উপর অতর্কিত হামলা চালিয়ে আহত করে।
এসময় তার ডাকচিৎকারে আরেক চাচা নাসিরউদ্দিন এগিয়ে আসলে চাচাতো ভাই আবুল কাশেমের হাতে থাকা লোহার পাইপ দিয়ে নাসিরউদ্দিনের মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পরে সে। এ ঘটনার নাসিরউদ্দিনের স্ত্রী আবেদা বেগম ও জয়নাল আবেদিনের স্ত্রী জায়েদা বেগম নাসিরউদ্দিনকে বাচাঁতে এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়।
আহত ও মুমূর্ষ অবস্থায় তাদেরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাসিরউদ্দিনের অবস্থার অবনতি হলে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যায়।
সোনারগাঁও থানার ওসি এসএম কামরুজ্জামান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...