মানুষ ঘৃণা করে এমন কথা বলবেন না : আইভী
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
মানুষ ঘৃণা করে এমন কথা বলবেন না : আইভী
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের আস্থায় বিএনপি নেতা শাহআলম শেরপুর জেল থেকে পালানো আসামী ফতুল্লায় গ্রেফতার কথাসাহিত্যিক আহমেদ রউফের যমজ দুই কন্যার এসএসসিতে সাফল্য প্রতিটি শিশুই সমান সুযোগের অধিকারী : ডিসি পূর্ব গোপালনগর একতা সংঘের উদ্যোগে শর্ট বাউন্ডারি ডিগ বল টুর্নামেন্টের উদ্বোধন ১৬টি মামলায় অব্যাহতি পেলেন মাওলানা ফেরদাউসুর রহমান বক্তাবলীতে লেক পরিদর্শনে ইউএনও, গড়ে উঠবে ‘গ্রীন অ্যান্ড ক্লিন’ এলাকা নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবককে ফিরে পেতে পরিবারের আকুতি ড. ইউনূসের জন্মদিনে কেক ও ফুল পাঠালেন তারেক রহমান জলাবদ্ধতা নিরসন কার্যক্রম চলমান থাকবে : ইউএনও সদর আমেরিকায় ‘প্রিয়তমা’কে পেছনে ফেলে দ্বিতীয় ‘উৎসব’ উৎসবমুখর পরিবেশে নাভানা ভুঁইয়া কোরবানি হাটের র‌্যাফেল ড্র বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘ওফনেক্সট’ ফতুল্লায় মামুন হত্যার বিচার সুনিশ্চিতের দাবিতে মানববন্ধন সিদ্ধিরগঞ্জে ৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

মানুষ ঘৃণা করে এমন কথা বলবেন না : আইভী

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
মানুষ ঘৃণা করে এমন কথা বলবেন না : আইভী

নগরীর শেখ রাসেল পার্ক নিয়ে হেফাজতে ইসলামের নেতাদের সাম্প্রতিক বক্তব্যে উষ্মা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

হেফাজতে ইসলামের নেতাদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ সিটি মেয়র বলেন, ‘যার যার অবস্থানে থেকে কথা বলবেন৷ এমন কথা বলবেন না, যাতে আপনাদেরই মানুষ ঘৃণা করতে শুরু করে।’

বুধবার (৫ জুন) সকালে শেখ রাসেল পার্কে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইভী বলেন, ‘আমি কারও সাথে কোনো বিভেদে জড়াতে চাই না। সেটা ধর্মীয়ভাবেও না, সামাজিকভাবেও না। সব ধর্ম একই কথা বলে, ধর্ম পালন করবেন, বিচার হবে আপনার কর্মের। সত্য বলবেন নাকি মিথ্যার সাথে থাকবেন সেটা আপনাদের সিদ্ধান্ত৷ মানুষের হক মেরে খেলে, সে বিচার সবচেয়ে বেশি হবে। আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে৷ যারা কোরআন, গীতা, বাইবেল পড়ে, শুনে মৌলভী বা পন্ডিত হয় তাদের মুখে অন্যকে আক্রমন করা সাজে না। বিশেষ করে আমাদের সমাজে নারীদের বেশি আক্রমন করা হয়।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি আমাদের শেখ রাসেল পার্ক নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। শুধু রাসেল পার্ক না, নারীরা এখান দিয়ে হেঁটে গেলেও অনেকে কথা বলে, মাথায় কেন ঘোমটা দেয়া হলো না, টিপ কেন পড়েছো? টিপ পড়া, মাথায় ঘোমটা দেয়া যার যার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে কেউ প্রশ্ন করতে পারে না৷ আমার যেটা ভালো লাগে না, সেটার দিকে তাকাবো না।’

হেফাজতে ইসলামের নেতাদের উদ্দেশ্যে সিটি মেয়র বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আপনাদের দেখি না। এই শহরে কত ঘটনা ঘটেছে। ত্বকী হত্যাসহ কত বাচ্চাকে হত্যা করে ফেলে রেখেছে। শীতলক্ষ্যা থেকে কত লাশ পাওয়া গেছে। কোনো মৌলভী সাহেবকে দেখিনি একটা প্রতিবাদ করতে। কিন্তু আইভীকে গালাগালি করতেই হবে। আমি একটি অবস্থানে আছি, আমাকে দশ কথা বলুক এতে আমার কিছুই যায় আসে না।’

নগরীতে শান্তিপূর্ণ পরিবেশ চান জানিয়ে তিনি আরও বলেন, ‘বিশ্ব পরিবেশ দিবসে আমি সকলের সাথে বন্ধুত্ব চাই। ঝগড়াঝাটি চাই না। কথার পিঠে কথা বলেও সময় নষ্ট করতে চাই না। আমরা আমাদের শহরকে গড়তে চাই। আমরা অনেক মাঠ করেছি, জলাশয় উদ্ধার করে গাছ লাগিয়েছি৷’

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট এর অধ্যক্ষ শামসুল আলম আজাদ, কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মঈনুল হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..