নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের বিরুদ্ধে বিএনপির এক কর্মীকে থাপ্পড় দেয়ার অভিযোগ উঠেছে। তবে বিএনপি নেতাকর্মীরা দাবী করেছেন ওই ব্যাক্তি গিয়াসউদ্দিনের একনিষ্ঠ কর্মী, নেতা তার কর্মীকে শাসন করেছেন। বুধবার (১৯ অক্টোবর) ঢাকার নয়াপল্টনে বিএনপির সমাবেশে মিছিল নিয়ে অংশ নিতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে দেখা যায় মিছিলের সামনে সারিতে থাকা এক কর্মীকে থাপ্পর দিয়ে সরিয়ে দিচ্ছেন গিয়াসউদ্দিন।
ভিডিওতে দেখা যায়, নটরডেম কলেজের সামনে থেকে মিছিল শুরু হলে বিশৃঙ্খলা দেখা দেয়। এসময় মিছিলে শৃঙ্খলা আনতে গিয়াস নিজেই সামনেই এগিয়ে যান এবং কর্মীদের সরিয়ে দেন। এসময় কমীরা মিছিলের সামনে জড়ো হয়ে সেলফি তুলতে থাকলে বিরক্ত হন তিনি। এসময় অনেককেই ধমক ও ধাক্কা দিতে দেখা যায় তাকে। এসময় সালাউদ্দিন নামে এক কর্মীকে থাপ্পর দেন গিয়াস। এতে নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।
বিএনপি নেতাকর্মীরা জানান, মিছিলে শৃঙ্খলা আনার অজুহাতে এ কাজ করেছেন তিনি। এর আগেও এমন অনেক ঘটনা তিনি ঘটান। সালাউদ্দিন তার একনিষ্ঠ কর্মী। এ নিয়ে কর্মীদের মাঝে কোন মনমালিন্য হয়নি বলে দাবি গিয়াস সমর্থকদের। তবে তার এহেন কর্মকাণ্ডের কারণে আগামীতে জেলা বিএনপির মিছিলে লোক আরো কমবে ধারণা নেতাকর্মীদের।
আপনার মন্তব্য প্রদান করুন...