নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেয়েকে ধর্ষণের দায়ে পিতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১৫ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত আসামীর অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামি হলেন শরীয়তপুরের ভেদরগঞ্জ এলাকার বাসিন্দা মোঃ সেলিম সরদারের ছেলে মোঃ শাহ আলম সরদার (৪১)।
মামলার নথির বরাতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিবউদ্দন আহমেদ জানান নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কৃষ্ণপুরা এলাকায় স্ত্রী ও কন্যাকে নিয়ে ভাড়া থাকতেন অভিযুক্ত শাহ আলম৷ ২০১৮ সালের ২ মার্চ স্ত্রী কর্মস্থলের জন্য বেরিয়ে গেলে কিশোরী কন্যাকে ধর্ষণ করেন অভিযুক্ত যুবক।
পরে ভুক্তভোগী কিশোরীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোনারগাঁ থানায় একটি মামলা করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...