যানজট নিরসনে সড়কে সেনাবাহিনী, নগরবাসীর স্বস্তি প্রকাশ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
যানজট নিরসনে সড়কে সেনাবাহিনী, নগরবাসীর স্বস্তি প্রকাশ
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের আস্থায় বিএনপি নেতা শাহআলম শেরপুর জেল থেকে পালানো আসামী ফতুল্লায় গ্রেফতার কথাসাহিত্যিক আহমেদ রউফের যমজ দুই কন্যার এসএসসিতে সাফল্য প্রতিটি শিশুই সমান সুযোগের অধিকারী : ডিসি পূর্ব গোপালনগর একতা সংঘের উদ্যোগে শর্ট বাউন্ডারি ডিগ বল টুর্নামেন্টের উদ্বোধন ১৬টি মামলায় অব্যাহতি পেলেন মাওলানা ফেরদাউসুর রহমান বক্তাবলীতে লেক পরিদর্শনে ইউএনও, গড়ে উঠবে ‘গ্রীন অ্যান্ড ক্লিন’ এলাকা নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবককে ফিরে পেতে পরিবারের আকুতি ড. ইউনূসের জন্মদিনে কেক ও ফুল পাঠালেন তারেক রহমান জলাবদ্ধতা নিরসন কার্যক্রম চলমান থাকবে : ইউএনও সদর আমেরিকায় ‘প্রিয়তমা’কে পেছনে ফেলে দ্বিতীয় ‘উৎসব’ উৎসবমুখর পরিবেশে নাভানা ভুঁইয়া কোরবানি হাটের র‌্যাফেল ড্র বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘ওফনেক্সট’ ফতুল্লায় মামুন হত্যার বিচার সুনিশ্চিতের দাবিতে মানববন্ধন সিদ্ধিরগঞ্জে ৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

যানজট নিরসনে সড়কে সেনাবাহিনী, নগরবাসীর স্বস্তি প্রকাশ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
যানজট নিরসনে সড়কে সেনাবাহিনী, নগরবাসীর স্বস্তি প্রকাশ

নারায়ণগঞ্জ শহরের যানজট পরিস্থিতি ক্রমশই অসহনীয় আকার ধারণ করায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। এই দুঃসহ পরিস্থিতি থেকে মুক্তি দিতে এবার মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (২৭ মে) দুপুরে শহরের দুই নং রেলগেট এলাকায় যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরও কাজ করতে দেখা গেছে। নগরবাসী এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করে দ্রুত ও কার্যকর সমাধানের প্রত্যাশা করছেন।

গত কয়েক মাস ধরে নারায়ণগঞ্জ শহরের যানজট পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। পথচারীরা জানান, মাত্র দশ মিনিটের পথ রিক্সায় চড়ে যেতে এখন ঘন্টাখানেক সময় লাগছে। দিনভর শহরের প্রধান প্রধান সড়কগুলোতে যানজট লেগেই থাকছে, যা দৈনন্দিন কাজকর্ম এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে চরম বিড়ম্বনার সৃষ্টি করছে। এই অনাকাঙ্ক্ষিত সময়ক্ষেপণ কেবল ব্যক্তিগত ক্ষতির কারণ হচ্ছে না, বরং শহরের সামগ্রিক অর্থনৈতিক গতিকেও শ্লথ করে দিচ্ছে।

যানজট নিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দীর্ঘদিনের চেষ্টার পাশাপাশি সেনাবাহিনীর এই অংশগ্রহণ নতুন আশার সঞ্চার করেছে। সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ কাজে সামরিক বাহিনীর সদস্যরা যুক্ত হওয়ায় নগরবাসীর মধ্যে একটি ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। তাদের সুশৃঙ্খল উপস্থিতি এবং কার্যকর পদক্ষেপ যানজট পরিস্থিতি উন্নতি ঘটাবে বলে অনেকে মনে করছেন।

নগরবাসী দীর্ঘদিন ধরে এই যানজট থেকে মুক্তি চাইছেন। সেনাবাহিনীর এই অংশগ্রহণকে সাধুবাদ জানিয়ে তারা প্রশাসন ও সেনাবাহিনীর প্রতি আরও কার্যকর ও স্থায়ী উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

মেহেদী হাসান নামে এক পথচারী বলেন, শুধুমাত্র তাৎক্ষণিক নিয়ন্ত্রণ নয়, বরং শহরের দীর্ঘমেয়াদী যানজট সমস্যার স্থায়ী সমাধান খুঁজে বের করা হোক। অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণ, অপরিকল্পিত পার্কিং বন্ধ করা এবং ট্রাফিক আইন প্রয়োগে কঠোরতা আনা হলে এই সমস্যা থেকে অনেকাংশেই মুক্তি পাওয়া সম্ভব।

এই যৌথ উদ্যোগ নারায়ণগঞ্জের যানজট সমস্যা সমাধানে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে, তা দেখার জন্য নগরবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..