বন্দর উপজেলার মদনপুরে স্বামীর বিরুদ্ধে যৌতুকের দাবীতে গৃহবধু ফেরদৌস (৩৫) কে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার (২৫ নভেম্বর) দুপুরে মদনপুর কলাবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে আহত গৃহবধু ফেরদৌস বাদী হয়ে স্বামী আলী হোসেনকে আসামি করে বন্দর থানায় একটি অভিযোগ করেন।
অভিযোগ সূত্রমতে, বন্দর উপজেলার মদনপুর কলাবাড়ি এলাকার মৃত আব্দুল খালেক মিয়ার মেয়ে মোসা. ফেরদাউস (৩৫) এর সাথে একই এলাকার ছামসুল হকের ছেলে আলী হোসেনের সাথে ২০ বছর পূর্বে ইসলামী শরীয়াহ্ মোতাবেক বিবাহ হয়। তাদের সংসারে দুটি সন্তানও হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। প্রায় সময়ই স্ত্রী ফেরদাউসকে যৌতুকের দাবীতে বিভিন্নভাবে স্বামী আলী হোসেন চাপ প্রয়োগ করে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ২৫ নভেম্বর দুপুরে স্বামী আলী হোসেন তার স্ত্রীকে ২ লাখ টাকা যৌতুক এনে দিতে বললে স্ত্রী অপারগতা প্রকাশ করে।
একপর্যায়ে স্বামী আলী হোসেন তার স্ত্রীকে গালমন্দসহ ঘরে থাকা কাঠের টুকরো দিয়ে মারধর করে মারাত্মক রক্ত জখম করে। স্ত্রীর ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে স্ত্রীকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আপনার মন্তব্য প্রদান করুন...