শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রণজিৎ মোদকের সম্পাদনায় পঞ্চমবারের মত প্রকাশিত হলো স্মরণিকা ‘শিউলী’। নবীণ প্রবীণ এপাড় ও ওপাড় বাংলার লেখকের লেখা নিয়ে এবারের শারদীয় সংখ্যা ‘শিউলী’। এই সংখ্যাটিতে প্রচ্ছদ একেঁছেন আহমেদ রউফ এবং প্রচার সম্পাদনায় রয়েছেন সাংবাদিক রাকিব চৌধুরী শিশির।
এ বিষয়ে জানতে চাইলে স্মরণিকা ‘শিউলী’র সম্পাদক রণজিৎ বলেন, বছরে একবার দুর্গাপূজা আসে আর এই পূজাকে সারাটা বছর ধরে রাখার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। কলকাতা থেকেও লেখা পাঠিয়েছে লেখকরা। এছাড়াও গুণীজনদের বাণী সহ নবীন-প্রবীণদের লেখা কবিতা, গল্প ও প্রবন্ধ নিয়ে প্রকাশিত হয়েছে ‘শিউলী’। শনিবার থেকেই স্মরণিকা ‘শিউলী’ মানুষের হাতে হাতে পৌঁছে যাচ্ছে। এরপর ‘শিউলী’ পাওয়া যাবে নারায়ণগঞ্জের সর্বত্র।
আপনার মন্তব্য প্রদান করুন...