নারায়ণগঞ্জের আড়াইহাজারে মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাংচুর ও রাস্তায় আগুন দিয়ে সহিংসতা সৃষ্টিসহ তিন পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনার মামলায় রাজধানীর গুলশানের পাঁচ তারকা হোটেল থেকে গ্ৰেফতার বিএনপির ১৫ নেতা-কর্মীর রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগমের আদালতে আসামিদের হাজির করে পুলিশ সাতদিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে এজাহারভুক্ত তিন আসামির দুইদিন ও অপর বার আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব (৫৩), আড়াইহাজার থানা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুইয়া (৬৯), সহ সভাপতি শাকিল মিয়া (৪০), সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ (৫২), যুগ্ম সম্পাদক শফিউদ্দিন ভুইয়া (৪৮), সাংগঠনিক সম্পাদক শফিউদ্দিন ভুইয়া (৫১), সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (৫৪), মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারী (৪৫), আড়াইহাজার থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক হাবিবুর রহমান সেলিম (৪৮), আড়াইহাজার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান মোল্লা (৪৬), বিএনপি নেতা ওসমান ( ৪৫), জালাল মিয়া ( ৩৬), সুমন খান ( ৩৮), জাকির ( ২৮ ), সফির উদ্দিন সরকার ( ৪৯)।
তাদের মধ্যে আড়াইহাজার থানা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ ও মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারীর দুইদিন করে এবং অপর বারো আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে।
রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, আড়াইজাহার উপজেলায় নাশকতা, সহিংসতা ও তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখমের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় গ্ৰেফতার ১৫ আসামির রিমান্ড শুনানি হয়েছে। তাদের মধ্যে এজাহারভুক্ত তিন আসামির দুইদিন করে এবং বাকী বারো আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
উল্লেখ্য, সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির তিনদিনের অবরোধ কর্মসূচীর প্রথম দিন গত ৩১ অক্টোবর নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামীলীগের ত্রিমুখী সংঘর্ষ হয়। এসময় বিএনপির নেতা-কর্মীরা রাস্তায় আগুন জ্বালিয়ে বেশ কয়েকটি যানবাহন ভাংচুরসহ তিন পুলিশ সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। সংঘর্ষে ছয় পুলিশ সদস্য ও পথচারিসহ অর্ধশতাধিক মানুষ আহত হন।
এ ঘটনার পরদিন গত ১ নভেম্বর আড়াইহাজার থানা পুলিশ বাদী হয়ে ৬০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করে মামলা করে। পরে গতকাল ২ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে রাজধানির গুলশানের একটি পাঁচ তারকা হোটেল থেকে এই ১৫ আসামিকে গ্রেফতার করে র্যাব।
আপনার মন্তব্য প্রদান করুন...