বিএনপির ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিনেই ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভীর নেতৃত্বে টায়ারে অগ্নি সংযোগ করে সড়ক অবরোধ।
৩১ অক্টোবর মঙ্গলবার ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন ঢাকা-নারায়ণগঞ্জে এ অগ্নি সংযোগ করা হয়।
চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও দ্রব্যমূল্যের অব্যাহত উর্ধ্বগতি, বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেফতার, বাড়ী বাড়ী তল্লাশী, হয়রানী ও নির্যাতনের প্রতিবাদে, অবৈধ হাসিনার পদত্যাগসহ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার একদফা দাবিতে ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর বিএনপির ডাকা সর্বাত্মক অবরোধ সফল করতে প্রথম দিনই নারায়ণগঞ্জের ফতুল্লার স্টেডিয়াম এলাকায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভীর উপস্থিতিতে টায়ারে অগ্নি সংযোগ করে সড়ক অবরোধ।
এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম রফিক, সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি মোঃ মন্টু মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন প্রমুখ।
এর মধ্যেই রুহুল কবির রিজভীর উপস্থিতিতে জানান দিচ্ছে তিনি বর্তমান নারায়ণগঞ্জ জেলায় অবস্থান করছেন। গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ রণক্ষেত্র সৃষ্টি হবার পরই সমাবেশ থেকে পর দিন ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল ডাক দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। তারপর থেকেই বিএনপির কেন্দ্রীয় অধিকাংশ নেতাকর্মী পলাতক। হয়েছেন মহাসচিব সহ কেন্দ্রীয় বেশ কিছু নেতাকর্মী গ্রেফতার। গ্রেফতার এড়াতে গত ২৯ তারিখ হরতালে নারায়ণগঞ্জে রিজভীর উপস্থিতি ও ৩১ অক্টোবর অবরোধে জানান দিচ্ছে বর্তমান নারায়ণগঞ্জ জেলায় পালিয়ে অবস্থান করছে তিনি। পুলিশের একটি সূত্র জানায়, তারাও ধারনা করছে রিজভী নারায়ণগঞ্জে পলাতক আছে এবং তাকে গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। ইতিমধ্যে ফতুল্লা থানায় রুহুল কবির রিজভীকে প্রধান আসামী করে একটি নাশকতা মামলাও দায়ের করা হয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...