ফতুল্লা বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি মরহুম আব্দুল বাছেদ চৌধুরীর স্ত্রী ও ফতুল্লা প্রেস ক্লাবের সহ-সভাপতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর মা এবং ফতুল্লা সরকারী প্রাইমারী স্কুলের প্রাক্তন শিক্ষিকা রেহানা বেগম চৌধুরীর (৭০) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় বুধবার (২৭ জুলাই) বিকালে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজী আনিসুর রহমান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুজনসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, সোমবার ২৫ জুলাই বিকাল ৫টায় রাজধানীর বারডেম হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রেহানা বেগম চৌধুরী মৃত্যুবরণ করেন। (সংবাদ বিজ্ঞপ্তি)
আপনার মন্তব্য প্রদান করুন...