নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ঢাকা সিলেট মহাসড়কের বড় বলাইখাঁ এলাকা থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ওই যুবকের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান জানান, শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের বড় বলাইখাঁ এলাকায় অজ্ঞাত একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। লাশের শরীর ও চোখের ওপরের কয়েকটি স্থানে ক্ষত চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত স্থানে হত্যা করে লাশটি সেখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জের মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ ফাঁড়ির এই কর্মকর্তা।
আপনার মন্তব্য প্রদান করুন...