৬ বছর বয়সী কন্যা সন্তানকে নিয়ে ছুটির দিনে ঘুরতে বেরিয়েছিলেন নাজমুল ইসলাম ও তাহমিনা আক্তার দম্পতি৷ বাসায় ফেরা হয়নি তাদের। সন্ধ্যায় ফেরার পথে সড়কে ট্রাকচাপায় মারা গেছেন দম্পতি, আহত কন্যা হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার ১০ (নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার গঙ্গানগর এলাকায় রূপসী-কাঞ্চন সড়কে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নিহত নাজমুুল ইসলাম (৩৪) ও তার স্ত্রী তাহমিনা আক্তারের (৩০) বাড়ি সোনারগাঁ পৌরসভার নয়ামাটি এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থলে যাওয়া রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ছুটির দিনে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকার একটি পার্কে বেড়াতে গিয়েছিলেন এই দম্পতি। বেড়ানো শেষে নাজমুল ইসলাম তার স্ত্রী ও মেয়েকে নিয়ে নিজের মোটরসাইকেলে করে কাঞ্চন-রূপসী সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ পুলিশ কর্মকর্তা জানান, গঙ্গানগর এলাকায় একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ওই দম্পতিকে ঘটনাস্থলেই তারা মারা যান।
“আহত শিশুটিকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে রাজধানীর ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।”
এ ব্যাপারে মামলা দায়ের করা হবে বলে জানান রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ।
আপনার মন্তব্য প্রদান করুন...