নারায়ণগঞ্জের রূপগঞ্জে খালার বাড়িতে বেড়াতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় অশফিদ হাসান (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভুলতা গাউছিয়ায় ওই কলেজ ছাত্র মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. কামাল হোসেন জানান, আমার ছেলে খালার বাসায় বেড়াতে যায় ভুলতা গাউছিয়ায়। ওর খালাতো ভাইয়ের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিঁটকে পড়ে দূর্ঘটনার শিকার হয়ে মারা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...