ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দের মধ্য দিয়ে পালিত হল সতীর্থ ৯২ নারায়ণগঞ্জের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার পঁচিশে নভেম্বর বিকাল তিনটায় আলী আহাম্মদ চুনকা পৌর মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
সতীর্থ ৯২ নারায়ণগঞ্জের সভাপতি আফরোজা খন্দকার লুনা ও সাধারণ সম্পাদক ডাক্তার ফারজানা ইয়াসমিন স্নিগ্ধা স্বাগত বক্তব্য রাখেন।
দেশের বিভিন্ন জেলায় কর্মরত সতীর্থ ৯২- নারায়ণগঞ্জে বন্ধুরা প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগদান করেন।
সতীর্থ ৯২ নারায়ণগঞ্জের বন্ধু রাশেদুল হক ডালিম ও কলিমুল্লাহ সোহেল সহ একঝাক বন্ধুর অক্লান্ত পরিশ্রমের ফলে প্রতিষ্ঠা বার্ষিকী সফল হয়।
অনুষ্ঠানে ব্যাংকার, শিক্ষক, আইনজীবি, পুলিশ, সাংবাদিক, ব্যবসায়ী, তিতাস ও ডিপিডিসি সহ বিভিন্ন সরকারী,বেসরকারী প্রতিষ্ঠানে উচ্চ পদস্থ পদে কর্মরত বন্ধুরা যোগদান করে অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করে তুলেন। নাচ, গান ও লটারীর মাধ্যমে অনুষ্ঠানটি প্রানবন্ত হয়ে উঠে।
ক্যান্সারে আক্রান্ত সতীর্থ ৯২ নারায়ণগঞ্জের বার একাডেমী স্কুলের বন্ধু নাহিদের চিকিৎসার জন্য একলাখ টাকা প্রদান করা হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...