আগামীকাল সপরিবারে ওমরাহ হজে যাচ্ছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। যাওয়ার আগে রাজনৈতিক প্রতিদ্বন্দীসহ সকলের কাছে দোয়া ও ক্ষমা চান তিনি। শনিবার (২৩ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় একথা জানান শামীম ওসমান।
তিনি বলেন, ফতুল্লার চেয়ারম্যান যে বয়সে আমার চেয়ে অনেক ছোট। গত পরশুও তার সাথে আমার কথা হয়েছে। সে আমাদের ছেড়ে চলে গেছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, মানুষের জীবন অনেক ছোট। এ ছোট জীবনে আমরা অনেক সংঘাতে জড়িয়ে পড়ি যেটা উচিত না।
আমি আগামীকাল আমার পুরে পরিবারসহ হজ্জে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন নিজের জন্য যেভাবে দোয়া চাইবো আপনাদের জন্যেও যেন দোয়া করতে পারি। আমি মানুষ, আমার ভুল হতেই পারে। রাজনীতি করি তাই অনেক কথা বলতে হয়। হয়ত অপজিশনে যারা আছেন তারা কষ্ট পান। আমি তাদের কাছেও হাতজোড় করে ক্ষমা চাচ্ছি।
ফিরে আসবো কীনা জানি না। এ কবরস্থানে আমার বাবা মা দাদা দাদী সবাই শুয়ে আছেন। আমিও যেন তাদের সাথে এসে থাকতে পারি সে দোয়া করবেন। প্রথমবার হজ্জে গিয়ে নিষিদ্ধপল্লী উচ্ছেদের দোয়া চেয়েছিলাম। আল্লাহ শেখ হাসিনার উসিলায় কবুল করেছেন। এবার চাইবো মাদক যেভাবে ছড়িয়ে পড়েছে এই মাদক আর সন্ত্রাসের বিরুদ্ধে যেন দল মত নির্বিশেষে সকলকে নিয়ে কাজ করতে পারি।
আপনার মন্তব্য প্রদান করুন...