নারায়ণগঞ্জের আড়াইহাজারের এক হত্যা মামলায় এক নারীকে যাবজ্জীবন এবং তার স্বামীকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (১ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আস শামস্ জগলুল হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ আসাদুজ্জামান।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আড়াইহাজার উপজেলার ইলুমদী কান্দাপাড়ার জোসনা বানু (৪০) ও তার স্বামী শহীদ মিয়া (৫০)।
রায়ে জোসনাকে দশ হাজার টাকা অর্থদণ্ডও করেছে আদালত।
মামলার নথিসূত্রে জানা যায়, ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন মজিবুর রহমান নামে এক ব্যক্তি। পরদিন একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্ত্রী নাজমা বেগম এ ঘটনায় অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন।
পুলিশ তদন্তে হত্যার ঘটনায় প্রতিবেশী জোসনা ও তার স্বামী শহীদের সম্পৃক্ততা পেয়ে তাদের গ্রেপ্তার করে। দু’জনই পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বলে জানান পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান।
মামলাটির বিচার চলাকালীন বাদী ও তদন্ত কর্মকর্তাসহ ১০ জন সাক্ষ্য দেন।
আপনার মন্তব্য প্রদান করুন...