বন্দরে হবু বধূকে লেহেঙ্গা কিনে না দেয়ায় মায়ের সাথে অভিমান করে মাসুদ (২৪) নামে এক হবু বর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের নয়ামাটি পূর্বপাড়া এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে।
আত্মহত্যাকারী মাসুদ ওই এলাকার মৃত মহিউদ্দিন মিয়ার ছেলে। সে পেশায় একজন ক্ষদ্র তুলা ব্যবসায়ী বলে জানা গেছে।
বন্দর থানার অফিসার ইনর্চাজ ফখরুদ্দীন ভূইয়া জানান, আগামী ১৩ নভেম্বর মাসুদের বিয়ের দিন ধার্য করা হয়। মায়ের সঙ্গে বিয়ের কেনাকাটা করছিলেন মাসুদ। হবুবধূ মাসুদের কাছে একটি লেহেঙ্গা কিনে দেয়ার আবদার করেন। মাসুদ তার মাকে লেহেঙ্গা কিনে দেয়ার জন্য বলে। মা লেহেঙ্গা কিনে দিতে অস্বীকার করেন। এতে অভিমান করে শনিবার সকালে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন মাসুদ। এ ব্যাপারে মামলা হয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...